প্রিন্ট এর তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৫
সালাহউদ্দিন আহমেদ বলেন যারা রাসূলের পক্ষ নেই তারা মুসলিম হতে পারে না।
ডেস্ক রিপোর্ট , Today বাংলা নিউজ ২৪ ||
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, যারা রাসূল (সা.)–এর পক্ষে নয়, তারা মুসলিম হতে পারে না। শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলনে প্রধান বক্তা হিসেবে তিনি এ মন্তব্য করেন।তিনি বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে আলেম সমাজের সহযোগিতায় খতমে নবুয়তসহ ধর্মীয় বিষয়ে আলেমদের দাবিগুলো সংসদে তুলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সম্মেলনে পাকিস্তান, ভারত, মিসরসহ বিভিন্ন দেশের আলেমরা অংশ নেন। সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের আহ্বায়ক মাওলানা আবদুল হামিদ (পীর সাহেব মধুপুর) সম্মেলনের সভাপতিত্ব করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সুজন শরিফ
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪