প্রিন্ট এর তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর ২০২৫
গৌরনদীতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত
ডেস্ক রিপোর্ট , Today বাংলা নিউজ ২৪ ||
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় গৌরনদীতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।রবিবার জোহরবাদ উপজেলার গয়নাঘাটা ব্রীজ সংলগ্ন আল আমিন ইয়াতীমখানায় এ দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ইয়াতীমখানার সুপার মাওলানা মোকছেদুর রহমান। তিনি বলেন, ‘দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় আমরা সবাই আজ একসঙ্গে দোয়া করেছি। তিনি দীর্ঘদিন অসুস্থতায় ভুগছেন—আল্লাহ যেন দ্রুত তাকে সুস্থ করে দেশের নেতৃত্ব দেওয়ার শক্তি দান করেন।’দোয়া-মোনাজাতে অংশ নেন গৌরনদী উপজেলার ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা মোঃ রিয়াজ ভুইয়া, গৌরনদী সাংবাদিক ফোরামের সদস্য সচিব মেহেদী হাসান, যুগ্ম সদস্য সচিব মোঃ ইয়াদুল ইসলাম, সদস্য সিফাতসহ ইয়াতীমখানার সব ছাত্ররা।উপস্থিত নেতৃবৃন্দ বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষার লড়াইয়ের প্রতীক। তার অসুস্থতায় সারাদেশের মানুষ উদ্বিগ্ন। ঘরে ঘরে তার সুস্থতার জন্য দোয়া চলছে।’এ সময় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের দেশগঠনমূলক অবদান এবং তার সহধর্মিণী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ত্যাগও স্মরণ করা হয়। ইয়াতীমখানার ছাত্ররাও দেশনেত্রীর সুস্থতা, দেশের শান্তি ও উন্নতির জন্য বিশেষ মোনাজাত করেন। তাদের সরল প্রার্থনায় অনেকেই আবেগাপ্লুত হন।দোয়া শেষে উপস্থিত সবাই বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় অব্যাহতভাবে দোয়া চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সুজন শরিফ
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪