প্রিন্ট এর তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৫
টরকী বণিক সমিতির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
ডেস্ক রিপোর্ট , Today বাংলা নিউজ ২৪ ||
টরকী গৌরনদী: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় টরকী বণিক সমিতির আয়োজনে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে টরকী বন্দর এলাকায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, নাগরিক সমাজের প্রতিনিধি ও বণিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টরকী বণিক সমিতির সভাপতি শরীফ শাহাবুব হাসান। এ সময় বিএনপি নেতা কাজী সরোয়ার আলম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ গফুর, টরকী বণিক সমিতির সাধারণ সম্পাদক বদিউজ্জামান চঞ্চল মাঝি, কোষাধ্যক্ষ অলিউল ইসলাম, বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু এবং বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক দিদার শরীফসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, মানবাধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তারা তাঁর শারীরিক অবস্থার দ্রুত উন্নতি কামনা করে দেশের মানুষের কাছে দোয়া প্রার্থনা করেন।পরিশেষে বেগম জিয়ার আশু রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্য মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন স্থানীয় এক মসজিদের ইমাম।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সুজন শরিফ
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪