ঢাকা   বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
ঢাকা   বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
Today বাংলা নিউজ

ইসিতে এনআইডি রেজিস্ট্রেশন সম্পন্ন করলেন তারেক রহমান



ইসিতে এনআইডি রেজিস্ট্রেশন সম্পন্ন করলেন তারেক রহমান
ছবিঃ সংগৃহিত এনআইডি রেজিস্ট্রেশন সম্পন্ন করছেন তারেক রহমান।

নির্বাচন কমিশনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে তিনি আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রবেশ করেন। এদিন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও এনআইডির জন্য আবেদন করেন।

এনআইডি রেজিস্ট্রেশনের সময় তারেক রহমান আঙুলের ছাপ, চোখের মণির (আইরিশ) প্রতিচ্ছবি ও প্রয়োজনীয় বায়োমেট্রিক তথ্য প্রদান করেন। এনআইডি উইংয়ের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যেই তারেক রহমানের এনআইডি প্রস্তুত হবে।

এর আগে শনিবার সকালে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ ওসমান হাদির কবর জিয়ারত করেন। পরে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরেও শ্রদ্ধা জানান। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানসহ বিএনপির শীর্ষ নেতারা তার সঙ্গে ছিলেন।

নির্বাচন কমিশন ভবন থেকে বের হয়ে তিনি বনানী কবরস্থানে ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন। এরপর ধানমন্ডিতে শ্বশুরের বাসা মাহবুব ভবন হয়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করার কর্মসূচি রয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফেরেন তারেক রহমান। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। দেশে ফেরার পর তিনি জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

বিষয় : Tarekrahman তারেক রহমান BNP এনআইডি রেজিস্ট্রেশন

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬


ইসিতে এনআইডি রেজিস্ট্রেশন সম্পন্ন করলেন তারেক রহমান

প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫

featured Image

নির্বাচন কমিশনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে তিনি আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রবেশ করেন। এদিন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও এনআইডির জন্য আবেদন করেন।

এনআইডি রেজিস্ট্রেশনের সময় তারেক রহমান আঙুলের ছাপ, চোখের মণির (আইরিশ) প্রতিচ্ছবি ও প্রয়োজনীয় বায়োমেট্রিক তথ্য প্রদান করেন। এনআইডি উইংয়ের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যেই তারেক রহমানের এনআইডি প্রস্তুত হবে।

এর আগে শনিবার সকালে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ ওসমান হাদির কবর জিয়ারত করেন। পরে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরেও শ্রদ্ধা জানান। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানসহ বিএনপির শীর্ষ নেতারা তার সঙ্গে ছিলেন।

নির্বাচন কমিশন ভবন থেকে বের হয়ে তিনি বনানী কবরস্থানে ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন। এরপর ধানমন্ডিতে শ্বশুরের বাসা মাহবুব ভবন হয়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করার কর্মসূচি রয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফেরেন তারেক রহমান। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। দেশে ফেরার পর তিনি জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।


Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ মোঃ সুজন শরিফ
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪