ঢাকা   বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
ঢাকা   বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ৪



গৌরনদীতে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ৪

বরিশালের গৌরনদীতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে অন্তত চারজন যাত্রী আহত হয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ইসলাম পরিবহনের বাসটি দ্রুতগতিতে চলছিল। এ সময় হঠাৎ চালক বাসটির নিয়ন্ত্রণ হারালে সেটি সড়ক থেকে ছিটকে পড়ে পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা চারজন যাত্রী আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জানান, দুর্ঘটনার পর সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে দায়ী চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় কিছু সময় আতঙ্ক ছড়িয়ে পড়লেও দ্রুত উদ্ধার তৎপরতার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

বিষয় : গৌরনদী বরিশাল

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬


গৌরনদীতে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ৪

প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫

featured Image

বরিশালের গৌরনদীতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে অন্তত চারজন যাত্রী আহত হয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ইসলাম পরিবহনের বাসটি দ্রুতগতিতে চলছিল। এ সময় হঠাৎ চালক বাসটির নিয়ন্ত্রণ হারালে সেটি সড়ক থেকে ছিটকে পড়ে পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা চারজন যাত্রী আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জানান, দুর্ঘটনার পর সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে দায়ী চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় কিছু সময় আতঙ্ক ছড়িয়ে পড়লেও দ্রুত উদ্ধার তৎপরতার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।


Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ মোঃ সুজন শরিফ
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪