ঢাকা   বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
ঢাকা   বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
Today বাংলা নিউজ

বাগেরহাটে এনসিপির ১২ নেতার একযোগে পদত্যাগ



বাগেরহাটে এনসিপির ১২ নেতার একযোগে পদত্যাগ
ছবিঃ সংগৃহীত

বাগেরহাটে একযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১২ জন নেতা পদত্যাগ করেছেন। রবিবার (১১ জানুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগের ঘোষণা দেন বাগেরহাট সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মো. আলী হোসেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অঙ্গীকার ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জাতীয় নাগরিক পার্টি গঠিত হলেও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও সমীকরণে সেই অঙ্গীকারের সঙ্গে অসামঞ্জস্যতা দেখা যাচ্ছে। যে স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে দলটির সঙ্গে পথচলা শুরু করেছিলেন, তা থেকে সরে আসার কারণেই তিনি ও আরও ১১ জন নেতা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগকারী অন্য নেতারা হলেন, সদর উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী কাজী মাহফুজুর রহমান, সদর উপজেলা সদস্য আশিকুর রহমান (সুমন), শেখ রাসেল, শেখ মিজানুর রহমান, মো. হাসান শেখ, মো. শহিদুল ইসলাম, শেখ জাহিদুল ইসলাম, শেখ নাবিল হোসেন, মো. জনি, মুনিয়া আক্তার জেনি ও মো. রাতুল আহসান।

মো. আলী হোসেন আরও বলেন, তার ব্যক্তিগত রাজনৈতিক দর্শন এবং এনসিপির বর্তমান রাজনৈতিক দর্শনের মধ্যে স্পষ্ট সংঘর্ষ রয়েছে। এ কারণেই ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি বাগেরহাট সদর উপজেলার প্রধান সমন্বয়কারী পদসহ দল থেকে পদত্যাগ করছেন।

বিষয় : NCP এনসিপি

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬


বাগেরহাটে এনসিপির ১২ নেতার একযোগে পদত্যাগ

প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬

featured Image

বাগেরহাটে একযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১২ জন নেতা পদত্যাগ করেছেন। রবিবার (১১ জানুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগের ঘোষণা দেন বাগেরহাট সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মো. আলী হোসেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অঙ্গীকার ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জাতীয় নাগরিক পার্টি গঠিত হলেও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও সমীকরণে সেই অঙ্গীকারের সঙ্গে অসামঞ্জস্যতা দেখা যাচ্ছে। যে স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে দলটির সঙ্গে পথচলা শুরু করেছিলেন, তা থেকে সরে আসার কারণেই তিনি ও আরও ১১ জন নেতা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগকারী অন্য নেতারা হলেন, সদর উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী কাজী মাহফুজুর রহমান, সদর উপজেলা সদস্য আশিকুর রহমান (সুমন), শেখ রাসেল, শেখ মিজানুর রহমান, মো. হাসান শেখ, মো. শহিদুল ইসলাম, শেখ জাহিদুল ইসলাম, শেখ নাবিল হোসেন, মো. জনি, মুনিয়া আক্তার জেনি ও মো. রাতুল আহসান।

মো. আলী হোসেন আরও বলেন, তার ব্যক্তিগত রাজনৈতিক দর্শন এবং এনসিপির বর্তমান রাজনৈতিক দর্শনের মধ্যে স্পষ্ট সংঘর্ষ রয়েছে। এ কারণেই ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি বাগেরহাট সদর উপজেলার প্রধান সমন্বয়কারী পদসহ দল থেকে পদত্যাগ করছেন।


Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ মোঃ সুজন শরিফ
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪