ঢাকা   বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
ঢাকা   বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
Today বাংলা নিউজ

এলডিপির কয়েকশ নেতাকর্মীর বিএনপিতে যোগদান



এলডিপির কয়েকশ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের চন্দনাইশে এলডিপির কয়েকশ নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) দোহাজারি পৌরসভা লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর প্রায় দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দেন।

দোহাজারি রূপনগর কমিউনিটি সেন্টারে আয়োজিত যোগদান অনুষ্ঠানে ফুল দিয়ে নবাগতদের বরণ করে নেন চট্টগ্রাম-১৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জসিম উদ্দিন আহমেদ এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন। অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে মিছিল নিয়ে নেতাকর্মীরা অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ আসনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান। তারা বলেন, এলডিপির নেতাকর্মীদের বিএনপিতে যোগদানের মধ্য দিয়ে এই আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান-এর হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তারা।

বিএনপি প্রার্থী জসিম উদ্দিন আহমেদ বলেন, ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে— এটি বুঝতে পেরেই এলডিপির নেতাকর্মীরা বিএনপিতে যোগ দিতে শুরু করেছেন। সামনে আরও অনেক নেতাকর্মী বিএনপিতে আসবেন। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে তারেক রহমানকে এই আসন উপহার দেওয়ার আহ্বান জানাই।

অনুষ্ঠানে প্রধান নির্বাচন সমন্বয়কারী এম এ হাশেম রাজু, বিএনপি নেতা অ্যাডভোকেট নাজিম উদ্দিন, নুরুল ইসলামসহ চন্দনাইশ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিষয় : nirbachon BNP এলডিপি

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬


এলডিপির কয়েকশ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

featured Image

চট্টগ্রামের চন্দনাইশে এলডিপির কয়েকশ নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) দোহাজারি পৌরসভা লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর প্রায় দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দেন।

দোহাজারি রূপনগর কমিউনিটি সেন্টারে আয়োজিত যোগদান অনুষ্ঠানে ফুল দিয়ে নবাগতদের বরণ করে নেন চট্টগ্রাম-১৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জসিম উদ্দিন আহমেদ এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন। অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে মিছিল নিয়ে নেতাকর্মীরা অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ আসনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান। তারা বলেন, এলডিপির নেতাকর্মীদের বিএনপিতে যোগদানের মধ্য দিয়ে এই আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান-এর হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তারা।

বিএনপি প্রার্থী জসিম উদ্দিন আহমেদ বলেন, ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে— এটি বুঝতে পেরেই এলডিপির নেতাকর্মীরা বিএনপিতে যোগ দিতে শুরু করেছেন। সামনে আরও অনেক নেতাকর্মী বিএনপিতে আসবেন। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে তারেক রহমানকে এই আসন উপহার দেওয়ার আহ্বান জানাই।

অনুষ্ঠানে প্রধান নির্বাচন সমন্বয়কারী এম এ হাশেম রাজু, বিএনপি নেতা অ্যাডভোকেট নাজিম উদ্দিন, নুরুল ইসলামসহ চন্দনাইশ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ মোঃ সুজন শরিফ
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪