ময়মনসিংহের মুক্তাগাছায় গণহারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন **জাতীয় পার্টি**র নেতাকর্মীরা। জাতীয় পার্টির উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আহ্বায়ক, সভাপতি ও সাধারণ সম্পাদক পদধারী অর্ধশতাধিক নেতা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।
মঙ্গলবার উপজেলার নন্দীবাড়ি বিএনপির কার্যালয়ে জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পৌর কাউন্সিলর আবুল কালাম আজাদের নেতৃত্বে উপজেলা জাতীয় পার্টির পদধারী অর্ধশতাধিক নেতা এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মী ধানের শীষের মনোনীত প্রার্থী ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক **জাকির হোসেন বাবলু**র হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন।
যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন— বড়গ্রাম ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক সিরাজুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও উপজেলা কৃষক পার্টির সভাপতি শাজাহান, শহর জাতীয় পার্টির আহ্বায়ক বাবুল হোসেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম ফকির, খেরুয়াজানী ইউপির সভাপতি ও উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, বড়গ্রাম ইউপির সাবেক সভাপতি মুকলেছুর রহমান, ঘোগা ইউপির সাধারণ সম্পাদক মাসুদ, সোনারগাঁও ওয়ার্ডের সভাপতি জহিরুল ইসলাম, দাওগাঁও ইউপির নেতা আবুল কালাম, পৌর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন এবং সাবেক জাতীয় পার্টির এমপি সালাউদ্দিন মুক্তির ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত উপজেলা জাতীয় পার্টির নেতা মিজানুর রহমান।
যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের ধানের শীষের প্রার্থী মো. জাকির হোসেন বাবলু।
জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগদানকারী পৌর কাউন্সিলর আবুল কালাম আজাদ বলেন, একপ্রকার বাধ্য হয়েই আমাদের অনেককে জাতীয় পার্টি করতে হয়েছে। নিজেদের ভুল বুঝতে পেরে শহীদ জিয়ার আদর্শের বিএনপির ছায়াতলে আনুষ্ঠানিকভাবে আমরা এসেছি। জাকির হোসেন বাবলুর নেতৃত্বে মুক্তাগাছার মানুষের জন্য কাজ করব।
এ বিষয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে জাকির হোসেন বাবলু বলেন, “বিএনপি গণমানুষের দল। অন্যদলের নেতাকর্মীরা যদি নিজেদের ভুল বুঝে বিএনপিতে আসতে চান, তাদের স্বাগত জানানো হবে। তবে শুধু যোগদান করলেই হবে না, কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে।
পৌর বিএনপির সভাপতি শহীদুল ইসলাম শহীদের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান খোকনের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবু, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান মঞ্জু, একেএম জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুর্শিদুজ্জামান খান সাইফুল, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হবি, জেলা দক্ষিণ যুবদলের সহ-সভাপতি কাজী রিপনসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বিষয় : বিএনপি জাতীয় পার্টি
.png)
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬
ময়মনসিংহের মুক্তাগাছায় গণহারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন **জাতীয় পার্টি**র নেতাকর্মীরা। জাতীয় পার্টির উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আহ্বায়ক, সভাপতি ও সাধারণ সম্পাদক পদধারী অর্ধশতাধিক নেতা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।
মঙ্গলবার উপজেলার নন্দীবাড়ি বিএনপির কার্যালয়ে জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পৌর কাউন্সিলর আবুল কালাম আজাদের নেতৃত্বে উপজেলা জাতীয় পার্টির পদধারী অর্ধশতাধিক নেতা এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মী ধানের শীষের মনোনীত প্রার্থী ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক **জাকির হোসেন বাবলু**র হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন।
যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন— বড়গ্রাম ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক সিরাজুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও উপজেলা কৃষক পার্টির সভাপতি শাজাহান, শহর জাতীয় পার্টির আহ্বায়ক বাবুল হোসেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম ফকির, খেরুয়াজানী ইউপির সভাপতি ও উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, বড়গ্রাম ইউপির সাবেক সভাপতি মুকলেছুর রহমান, ঘোগা ইউপির সাধারণ সম্পাদক মাসুদ, সোনারগাঁও ওয়ার্ডের সভাপতি জহিরুল ইসলাম, দাওগাঁও ইউপির নেতা আবুল কালাম, পৌর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন এবং সাবেক জাতীয় পার্টির এমপি সালাউদ্দিন মুক্তির ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত উপজেলা জাতীয় পার্টির নেতা মিজানুর রহমান।
যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের ধানের শীষের প্রার্থী মো. জাকির হোসেন বাবলু।
জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগদানকারী পৌর কাউন্সিলর আবুল কালাম আজাদ বলেন, একপ্রকার বাধ্য হয়েই আমাদের অনেককে জাতীয় পার্টি করতে হয়েছে। নিজেদের ভুল বুঝতে পেরে শহীদ জিয়ার আদর্শের বিএনপির ছায়াতলে আনুষ্ঠানিকভাবে আমরা এসেছি। জাকির হোসেন বাবলুর নেতৃত্বে মুক্তাগাছার মানুষের জন্য কাজ করব।
এ বিষয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে জাকির হোসেন বাবলু বলেন, “বিএনপি গণমানুষের দল। অন্যদলের নেতাকর্মীরা যদি নিজেদের ভুল বুঝে বিএনপিতে আসতে চান, তাদের স্বাগত জানানো হবে। তবে শুধু যোগদান করলেই হবে না, কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে।
পৌর বিএনপির সভাপতি শহীদুল ইসলাম শহীদের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান খোকনের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবু, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান মঞ্জু, একেএম জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুর্শিদুজ্জামান খান সাইফুল, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হবি, জেলা দক্ষিণ যুবদলের সহ-সভাপতি কাজী রিপনসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
.png)
আপনার মতামত লিখুন